জাতীয়
July 21, 2020
শরণখোলার কৃতি সন্তান ওসমানী হাসপাতালের পরিচালক ঢাকা সিএমএইচে ভর্তি।।
অনলাইন ডেক্স: সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে গতকাল সোমবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় পাঠানো হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশুলাল রায়।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ কার্ডিয়াক সমস্যা বৃদ্ধি পাওয়ায় ডা. ইউনুছুর রহমানকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল রাত ৮টায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো।
সকল তথ্য- কালের কন্ঠ থেকে নেয়া।