শরণখোলা
September 12, 2019
আবারও অজগর উদ্ধার – আমাদের শরণখোলা
শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের শহিদুল জোমাদ্দারের বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির সবজির ক্ষেতে সাপটিকে অবস্থান করতে দেখা যায় । সাপটির ওজন প্রায় ৪ কেজি । পরে সাপটিকে উদ্ধারের জন্য ভি,টি, আর, টি, ওয়াইল্ড লাইফ ও বন বিভাগের সদস্যদের খবর দেয় । তারা এসে ৩০ মিনিটের চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে শরনখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন । টাইগার টীমের স্থানীয় ফিল্ড অফিসার মোঃ আলম হাওলাদার অজগর উদ্ধারের এ ঘটনাটি সাংবাদিকদের অবহিত করেন । সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে প্রায় সময়ই দেখা যায় অজগর সহ বিভিন্ন প্রজাতির সাপ বসতবাড়িতে ও ঘরের আঙ্গিনায় । কিছুদিন পূর্বেও এরকম একটি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।