আন্তর্জাতিক
October 1, 2019
৪ সপ্তাহের মধ্যে বিজেপিকে জবাব দিতে বললেন আদালত, ৩৭০ ধারা বাতিল
ভারতের সংবিধান থেকে কেন হঠাৎ করে ৩৭০ ধারা বাতিল করা হলো তা জানাতে দেশটির বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ৮ সপ্তাহ সময় দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।
একই সঙ্গে এ বিষয়ে নতুন করে কোনো পিটিশন দায়েরের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুপ্রিমকোর্ট। খবর দ্য ডনের।
সুপ্রিমকোর্টের পাঁচ বিচাপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। বিচারপতি এনভি রমণ বেঞ্চের প্রধান।
৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করা হয়।
একই সঙ্গে সেখানে কারফিউ জারি করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সেখানকার সব রাজনৈতিক নেতাকে বন্দি রাখা হয়েছে। যদিও সরকার তা অস্বীকার করে আসছে।
কাশ্মীরিদের পক্ষে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে সুপ্রিমকোর্টে এক আইনজীবী ওই পিটিশন মামলাটি করেন।