জাতীয়
October 20, 2019
সারাদেশে গুজব, তাপস যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তবে কাদের জানালেন আলোচনাই হয়নি
রোববার গণভবনে যুবলীগ শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরুর পর পরই খবর ছড়িয়ে পড়ে, তাপসকে যুবলীগ প্রধান হিসাবে ভার দেয়া হয়েছে। বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এ সংক্রান্ত খবরও প্রচার হয়। ফেসবুকে প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। কিন্তু বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম জানান বৈঠকে ব্যারিস্টার তাপসকে নিয়ে কোনো আলোচনা হয়নি। সম্পাদনা : সালেহ বিপ্লব