শরণখোলা
October 25, 2019
শরণখোলা প্রেসক্লাবে লিটন সভাপতি- মহিদুল সম্পাদক নির্বাচিত
আওয়ার ডেক্স: শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল হোসেন লিটন সভাপতি (দৈনিক জাগরণ- প্রতিদিনের কথা) ও মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক (দৈনিক কালের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ক্লাবের ১৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান। এসময় শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, ওসি (তদন্ত) মফিজুল ইসলাম শেখ এবং এসআই স্বপন উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মিজানুর রাকিব (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক এমাদুল হক শামীম (দৈনিক সংবাদ-সমাজের কথা), কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন (দৈনিক সময়ের খবর), প্রচার-প্রকাশনা-দপ্তর সম্পাদক সাবেরা ঝর্ণা (দৈনিক মানবকন্ঠ), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বাবুল দাস (দৈনিক যুগান্তর-পূর্বাঞ্চল), আসাদুজ্জামান মিলন (নিউ নেশন), নজরুল ইসলাম আকন (মোহনা টিভি-দৈনিক ভোরের পাতা), এড. শহিদুল ইসলাম (সাপ্তাহিক বনাঞ্চল) ও আমিনুল ইসলাম সাগর (দৈনিক ভোরের দর্পণ)।