খেলা
November 24, 2019
টি-টেন লিগে নতুন চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো মারাঠা অ্যারাবিয়ানস
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগের তৃতীয় আসরের শিরোপা জিতেছে মারাঠা অ্যারাবিয়ানস। ফাইনালে অজি তারকা শেন ওয়াটসনের নেতৃত্বাধীন ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ডোয়েন ব্র্যাভোর দল (Maratha Arabians)। রবিবার (২৪ নভেম্বর) ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মারাঠা অ্যারাবিয়ানস। ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের ব্যাটসম্যানরা মালিঙ্গা-ব্রাভোদের কাছে পাত্তাই পায়নি।
শেহজাদ, ওয়াটসন, পোলার্ডরা উইকেটে থাকতে পারেনি বেশিক্ষণ। সর্বোচ্চ ২৫ রান করেন আসিফ খান। আর দলের সংগ্রহ ৮ উইকেটে ৮৭ রান।জবাব দিতে নেমে ব্রাভো, (Maratha Arabians) যুবরাজদের ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি। ওপেনার চ্যাডউইক ওয়ালটনের অপরাজিত ৫১ রানে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
৬ চার ও ৩ ছক্কায় ওয়ালটন ২৬ বলে নিজের ইনিংসটি সাজান (Maratha Arabians)। নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ছিলেন ১২ রানে। ম্যাচসেরা হয়েছে ওয়ালটন। আর সিরিজ সেরা হন ক্রিস লিন।
এর আগে একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কালান্দার্সকে ৬ উইকেটে হারায় বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স।