পাঁচমিশালি
April 22, 2020
করোনার কারন দেখিয়ে মুখে মাস্ক ব্যবহার করে একাধিক প্রেমিকের সাথে ঘুরাফেরা করছে অপরাধী মেয়েরা!!!
বর্তমানে করোনা'র বিস্তার ঠেকানোর জন্যে সব ধরনের মানুষ ব্যবহার করছে মাস্ক। এই মাস্ক মুখে লাগানোর পর মানুষের চেহারা বুঝা যায় না। চেনা যায় না অতিপরিচিত মানুষের মুখও।
এই চিনতে না পারার সুজোগ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে অন্যায়কারীরা। এসব অপরাধীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যুবতী মেয়েরা।
মেয়েরা সাধারনত একই সময়ে একাধিক ছেলেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে রাখে। যারা বেশি পাপী, তারা আবার একই এলাকার বা একই গুরুপের অনেকগুলো ছেলের সাথে প্রেম বিনিময় করে থাকে। ওসব ছেলেরা টেরও পায় না যে তারা সবাই একই মেয়ের সাথে প্রেম করছে। একই মেয়ের সাথে তারা রাত জেগে ইনবক্সে আলাপ করছে। পরদিন বন্ধুদের আড্ডায় সবাই একই মেয়ের বিষয়ে গল্প করছে।
এমনই এক মেয়ের নিজ মুখে শুনুন তার অপকর্মের বিবরন
এধরনের মেয়েরা অন্যান্য সময়ে একাধিক প্রেমিকের সাথে মেলামেশা করার সময় বেশ সাবধানী থাকে। কিন্তু বর্তমানে মাস্ক ব্যবহার করে তারা অবাধে মেলামেশা করছে ছেলেদের সাথে। চোখের সামনে নিজের প্রেমিকাকে বন্ধুর হাত জড়িয়ে ঘুরতে দেখলেও ছেলেরা আসল ঘটনা বুঝতে পারছে না। অনেক ক্ষেত্রে নিজের প্রেমিকাকে বন্ধুর প্রেমিকা ভেবে ভাবী বলে সম্বোধন করছে।
এই দিনের কথা ভেবেই হয়তো বরেণ্য কবি কালা জাহাঙ্গীর বলেছিলেন, হে প্রেমিক সমাজ, প্রেম করিবার পূর্বে প্রেমিকার শরীর চিনে নিও। চেহারা তো তারা ক্ষণে ক্ষণে পাল্টে ফেলে।
(ইহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সূক্ষ্ম রসিকতা সম্পন্ন একটি খবর। কেউ এটাকে সত্যি ভেবে করোনা আতঙ্কে জর্জরিত হইলে কর্তৃপক্ষ উহার দায়ভার গ্রহন করিবে না।)