পাঁচমিশালি
April 25, 2020
ভাড়াটিয়াকে বের করে দেয়ায়, বাড়িওয়ালীকে বিনা ভাড়ায় থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিলো পুলিশ!!!
বাড়িওয়ালারা এই করোনাকালে ভাড়া নিয়ে খুবই চিন্তিত। ভাড়াটিয়াকে বারবার ভাড়ার কথা মনে করিয়ে দিতে বরাবরের মতো এখনও তাই তারা অনেক একটিভ। তবে অনেকে আবার ভাড়া না পেয়ে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিতেও দ্বিধাবোধ করছেন না। তেমনই এক বাড়িওয়ালীর খোঁজ পেয়েছে পুলিশ। সাথে সাথে ওই বাড়িওয়ালীকে বিনা ভাড়ায় থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন তারা।
ভাগ্যবতী ওই বাড়িওয়ালীর নাম নূর আক্তার। তার ভাড়াটিয়া দম্পতি এই করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া দিতে পারছিলো না। দুই-তিন বা ছয় মাসের ভাড়া বাকি হয়ে আছে ব্যাপারটা এমনও না। গত মাস, মানে শুধু মার্চ মাসের ভাড়াটাই পরিশোধ করতে পারেনি ভাড়াটিয়া। ফলে নূর আক্তার তাদের মারধর করে বাসা থেকে বের করে দেন।
অতঃপর ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেওয়া এবং মারধরের মামলায় গ্রেপ্তার বাড়িওয়ালী নূর আক্তারকে গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আর আজ বুধবার তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কলাবাগান থানা-পুলিশ। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বাড়িওয়ালা নূর আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন (সূত্র: প্রথম আলো)।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বাড়িওয়ালাদের কষ্ট আমরা বুঝি। অনেকেই করোনার সময়ে নির্দিষ্ট তারিখে ভাড়া না পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। আমরা সেইসব বাড়িওয়ালাদের ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করব।
অসহায় বাড়িওয়ালাদের সাহায্যে এগিয়ে আসতে হবে, এমনটা উল্লেখ করে তিনি আরো বলেন, বাড়িওয়ালা নিরীহ। তাদের দুবেলা দুমুঠো খাবার যোগার করতে আজ কষ্ট হচ্ছে। তাই বিত্তবানদের উচিত এগিয়ে আসা। আমরা যেমন বাড়িওয়ালাদের দায়িত্ব নিচ্ছি, এই ক্রান্তিলগ্নে আপনাদেরও তেমন দায়িত্ব নিতে হবে। তবেই এগোবে দেশ।
এদিকে কারাগারে যাওয়ার পথে নূর আক্তারকে চিৎকার করতে দেখা যায়। তিনি চিৎকার করে বলতে থাকেন, আমি অহন কয়েদিগো কাছ থেইক্কা ভাড়া নিমু। ভাড়া না দিলে জেলখানার সব কয়েদিগো মাইরা বাইর কইরা দিমু!